খুলনা প্রতিনিধি : খুলনা- ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫) হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে অভিজিৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তবে কী কারণে তিনি হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি।
অভিজিৎ খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
খুমেকের সহকারী রেজিস্ট্রার ডা. খালেদ মাহমুদ বলেন, অভিজিৎ চন্দ্র হারপিক খেয়ে গুরুত্ব অসুস্থ হয়ে পড়ছেন। বর্তমানে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে। তার রক্তের চাপ একবারে নিম্ন পর্যায়ে নেমে গেছে।
এর আগেও সাবেক এই মন্ত্রীর মেয়ে জয়ন্তী রানী চন্দ ওরফে বেবি বিষ পানেই মারা যান। তার মৃত্যুর কারণও জানা যায়নি। এরপর সাবেক এ মন্ত্রীর জামাতা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাষ কুমার দত্ত দুর্বত্তদের গুলিতে আহত হয়েও অল্পের জন্য বেঁচে যান। আর এখন তার ছোট ছেলের আত্মহত্যার চেষ্টার খবর ছড়িয়ে পড়লে খুলনায় নানা ধরনের গুঞ্জণ শুরু হয়েছে।