ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ গার্লস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৪ জুলাই, সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ বড়াল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক সুমন, গাভারামচন্দ্রপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো: হাবিবুর রহমান তালুকদার, স্থানীয় ইউপি সদস্য মো: মাইনুদ্দিন রমিজ, এডহক কমিটির অভিভাবক সদস্য মো: নজরুল ইসলাম মোল্লা।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ও এডহক কমিটির সদস্য মো: হাফিজুর রহমান, কানিজ ফাতেমা, নরোত্তম হালদার ও এ+ পাওয়া শিক্ষার্থীর বাবা মো: সাগর খান ।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থী সুফিয়া “এ+” পেয়ে পরীক্ষা কেন্দ্রে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। তার পক্ষে তার পিতা-মাতা সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন। এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, অতি প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানেও মান সম্মত লেখাপড়া হয়। গ্রামের শিক্ষার্থীরাও যে, ভালো রেজাল্ট করতে পারে তার প্রমান এই স্কুলের “এ+” পাওয়া শিক্ষার্থী সুফিয়া। নিয়মিত ক্লাস ও বাড়িতে রুটিন করে পড়াশোনা করলে এভাবে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা সম্ভব। প্রধান অতিথি স্কুলের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
এ+ পাওয়া শিক্ষার্থী সুফিয়ার বাবা মো: সাগর খান বলেন, আমি আজ অত্যন্ত আনন্দিত। আমার মেয়ে কৃতি শিক্ষার্থী হয়ে সম্মাননা ক্রেষ্ট পাওয়ায় আমি আমার আনন্দ ধরে রাখতে পারছি না। কেউ লাখ টাকা দিলেও আমি এতো খুশি হতাম না। আমি শিক্ষক-কর্মচারী ও এডহক কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি তার কন্যার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।