মো: রফিকুল ইসলাম (নড়াইল) : নড়াইলের কালিয়ায় জাল ভোট দেওয়াকালে হাতেনাতে গ্রেফতার হয়েছে রেজওয়ান শেখ নামের ১ জন। এসময় ভোট কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার এর নির্দেশে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার কৃত আসামি কে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা জরিমানা করে আদালত, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ রবিবার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট দেওয়ার সময় রেজওয়ান শেখ নামের ১ জন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রেজওয়ান শেখ (২৫) খুলনা জেলার দিঘলিয়া থানার জুঙ্গুশিয়া গ্রামের আজবাহার শেখের ছেলে। ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুজিত বিশ্বাসের নির্দেশে কেন্দ্রে দায়িত্বরত এসআই (নিঃ) গাজী নুর নবী আসামিকে গ্রেফতার করে।
পরে আমাতুল মোর্শেদা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাচনী এলাকা নড়াইল-১ (কালিয়া উপজেলা) গ্রেফতার কৃত আসামি রেজওয়ান শেখকে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৭৪(৩) ধারা অনুযায়ী ২(দুই) বছর সশ্রম কারাদণ্ড ও ১০০০(এক হাজার) টাকা জরিমানা করেন। এছাড়া উক্ত জরিমানা অনাদায়ে আরও ১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।