লিবিয়া থেকে ফিরেছেন ১৪৮ বাংলাদেশি অভিবাসী

এইমাত্র জাতীয়

ডেস্ক রিপোর্ট : লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৮ জন বাংলাদেশি অভিবাসী। তাদের দেশে ফিরতে সাহায্য করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।


বিজ্ঞাপন

বুধবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইওএমের ভাড়া করা একটি বিশেষ প্লেনে তারা দেশে ফেরেন।


বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার লিবিয়ার মিসারত বিমানবন্দর থেকে প্লেনটি রওয়ানা দেয়।

ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে যুদ্ধে আহত, সমুদ্র পথে ইউরোপ যেতে ব্যর্থ এবং লিবিয়ার জেলে বন্দি থাকা অভিবাসীরা রয়েছেন।

আইওএম বাংলাদেশের চীফ আব মিশন গিওগি গিগাওরি বলেন, লিবিয়ার প্রতিকূল অবস্থা অব্যাহত থাকায় বাংলাদেশিদের সুরক্ষা ও সহায়তা দিতে সর্বদা আমরা তৎপর। যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদের তাৎক্ষণিক সব ধরনের সহযোগিতা নিশ্চিত করছি আমরা। একইসঙ্গে ফিরে আসা অভিবাসীদের র্দীঘমেয়াদী সহযোগিতাও করবো আমরা।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলদেশ সরকার ও লিবিয়া কর্তৃপক্ষের সহযোগিতায় ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪০০-এর বেশি বাংলাদেশিদের দেশে ফিরতে সহযোগিতা করছে আইওএম। বিশ্বব্যাপি ভিএইচআর প্রোগ্রামটির সহযোগিতায় ঝুঁকিপূর্ণ অভিবাসীদের প্রয়োজনীয় সুরক্ষা ও সহায়তা দিয়ে থাকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *