সারাদেশে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযান :  ৫৫টি টিম কর্তৃক ১৪১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭,৫২,০০ টাকা জরিমানা 

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক :  কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মূল্যে কৃষি পণ্য বিক্রয় যাচাইয়ের লক্ষ্যে ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে, এ খবর নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ( প্রশিক্ষণ ও প্রচার)(অতিঃ দাঃ)আতিয়া সুলতানা।


বিজ্ঞাপন

আজ শনিবার  ১৬ মার্চ  কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক মূল্যে কৃষি পণ্য বিক্রয় যাচাইয়ের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ দেশের সকল বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

উল্লেখ্য, আজ ঢাকা মহানগরীতে অধিদপ্তরের ৬টি টিম বাজার তদারকি করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের সর্বমোট ৫০টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

আজ শনিবার  সারাদেশে ৫৫টি টিম কর্তৃক বাজার তদারকির মাধ্যমে ১৪১টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৭,৫২,০০ টাকা জরিমানা করা হয়। জাতীয় ও জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *