ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া।প্রতিনিধি  : ভাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে নিয়ে সব শ্রেণী পেশার মানুষ কাজ করলে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব। নাগরিক ফোরাম সংগঠনটি সেই প্রত্যয়ের উত্তম প্ল্যাটফর্ম। সব শ্রেণী পেশার নাগরিকরা অরাজনৈতিক মনোভাব নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে গেলে বিজয়নগর উপজেলাকে এগিয়ে নেওয়া সম্ভব বলে উপস্থিত সবাই মন্তব্য করেন।


বিজ্ঞাপন

গত বুধবার বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম কর্তৃক উপজেলার মির্জাপুর মোড়ে বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুল মাঠে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ এমন মতামত ব্যক্ত করেন।


বিজ্ঞাপন

বিজয়নগর উপজেলা নাগরিক ফোরাম এর সভাপতি আব্দুর রশিদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় ও সহ-সভাপতি এ বি এম মোর্শেদ কামাল এর কোরআন তেলাওয়াতের পরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খাঁন শাওন, বিজয়নগর থানার ওসি মোঃ আসাদুল ইসলাম, পূর্বাচল কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির বিজয়নগর সাব জোনাল অফিসের এজিএম মোঃ তোফায়েল হোসেন, পূর্বাচল কলেজের প্রিন্সিপাল মোঃ কামরুল হাসান সোহাগ, আলহাজ্ব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসহাক সরকার, সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সেলিম মৃধা, সিরাজী হজ্জ গ্রুপের চেয়ারম্যান মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, যুব নেতা মোঃ জাবেদ আহমেদ, মোখলেছুর রহমান লিটন, বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইলিয়াস সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুর্ণিমল সাহা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান স্বজন সমাবেশ এর সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল, বিজয়নগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনেে সভাপতি মোঃ আলাল উদ্দিন প্রমুখ।

দোয়া পরিচালনা করেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য, দৌলতবাড়ি দরবার শরিফের গদ্দিনিশীন পীর শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *