গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর এপিএস২ হাফিজুর রহমান লিকুর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গত ৮মে অনুষ্ঠিত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বাতিল, প্রধানমন্ত্রীর  এপিএস২ হাফিজুর রহমান লিকুর অপসারণ ও নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ওয়াসিকুর রহমান ভূঁইয়ার খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ জনতা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে  প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন। আজ ১৯মে দুপুর ১২ টায় বিক্ষুব্ধ জনতা পরাজিত প্রার্থী বিএম লিয়াকত ভূইয়ার নেতৃত্বে বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে  একটি বিক্ষোভ মিছিল নিয়ে  গোপালগঞ্জের জেলা প্রশাসকের  সামনে অবস্থান গ্রহণ করেন।


বিজ্ঞাপন

বিএম লিয়াকত ভূইয়া বলেন নির্বাচন পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর এপিএস ২ হাফিজুর রহমান লিকু ও অবৈধ পন্থায় নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়ার মদদে গত ১৪ মে সন্ধ্যায় একদল সন্ত্রাসী  আমার সমর্থকদের উপর অতর্কিত ভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়।


বিজ্ঞাপন

এ হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আমার সমর্থক ওয়াসিকুর  ভূঁইয়া। এসময় আরো আটজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সমাবেশ শেষে গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির ও বিএম লিয়াকত ভূইয়ার নেতৃত্বে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের নিকট স্মারকলিপি জমা দেন। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *