নিজস্ব প্রতিবেদক : ফাইল চালাচালি নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর কর্মচারীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। সোমবার ২৪ ফেব্রুয়ারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর পূর্বাচল প্রজেক্টের রেকর্ড শাখার অফিস সহকারী ফুয়াদ মো. আল সিরাজ চৌধুরীর কক্ষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, একটি ফাইল চালাচালির বিষয় এ ঘটনাটি ঘটেছে। রাজউকের সোলায়মান ড্রাইভার নামক এক কর্মচারী ফাইলটির বিষয়ে জানতে গেলে অফিস সহকারী ফুয়াদ সোলায়মানকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায় চেয়ার নিয়ে সোলায়মানকে মারতে উদ্বত হন। এ সময় পাশের রুমে থাকা রাজউক শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর আলমসহ রেকর্ড রুমের মধ্যে থাকা কর্মকর্তা কর্মচারীরা নিবৃত্ত করার চেষ্টা করেন। তারপরও ফুয়াদ কক্ষের মধ্যে বসে চেয়ার ছোড়ার চেষ্টা চালান। লোকজন জরো হওয়ার এ পর্যায় নিবৃত্ত হন ফুয়াদ। এ ঘটনার সচিত্র তথ্য সকালের সময়ের কাছে রয়েছে। এ ব্যাপারে রাজউক শ্রমিক কর্মচারী লীগের সভাপতি আবুল বাশার শরীফ বলেন বিষয়টি নিয়ে তিনি দেখবেন।