বসুন্ধরা কিংসের সভাপতির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে কোটি টাকার প্রতারণা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  ; বসুন্ধরা কিংস সভাপতির নামে ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগ উঠেছে ময়মনসিংহের হালুয়াঘাটের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক রনি বসুন্ধরা কিংসে সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে ফেসবুকে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।
অভিযোগকারীদের একজন রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কবির গাজী। কিছুদিন আগে তার ছেলের ফেসবুকে মেসেজ দেন বসুন্ধরা কিংসের কথিত সেই সভাপতি। তার ছেলেকে কিংস একাডেমিতে নিতে চান বলে আগ্রহ প্রকাশ করেন। এর জন্য দিতে হবে টাকা। পরে জসিম নামের একজন তার সঙ্গে যোগাযোগ করে হাতিয়ে নেন কয়েক হাজার টাকা। কবির গাজী বলেন, ‘প্রথমে আমার কাছ থেকে ১০ হাজার ৩০০ টাকা নেন সেই প্রতারক। অনূর্ধ্ব-১৭-এর একটি টিম নেপাল যাবে। সেখানে তাকে (ছেলেকে) নেওয়া হবে বলে পাসপোর্টের জন্য বাকি টাকা নেন।’
এ ঘটনায় বেরিয়ে আসে অভিযুক্ত ময়মনসিংহের হালুয়াঘাটের সেই প্রতারক রনির নাম। ঘটনার সত্যতা জানতে রনির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিস্থিতি বুঝতে পেরে আগেই পালিয়ে যান রনি ও তার ভাই জনি।
পরিবার ও এলাকাবাসী জানত না এসব বিষয়। তবে কয়েক মাসের মধ্যে রনির আর্থিক উত্থান ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। অভাব-অনটনে দিন কাটানো রনি গত কয়েক মাসে কিনেছেন ১৫টি গরু। সেগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকার বেশি। এ ছাড়া রয়েছে ৭টি গরুর খামার এবং কয়েকটি মাছের ঘের। স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানায়, বাড়িতে নেই, হয়তো কোনো কাজে গেছে। যেহেতু তার গরু আছে। এসব প্রতারণার ঘটনায় ঢাকা ও হালুয়াঘাট থানায় অভিযোগ দিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ।
এ বিষয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মো. ইয়াছিন হোসেন পাভেল বলেন, ‘দীর্ঘ ছয় মাস নজরদারি করে আমরা তার বাড়ি কোথায়, কী করেন, সেই খোঁজ নিয়েছি। আমাদের পক্ষ থেকে ২০২৩ সালে একটি সাধারণ ডায়েরি করা ছিল। ২০২৪ সালের জানুয়ারিতেও হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।’
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘আমরা আপনাদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ বিষয়ে অনুসন্ধান করব। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *