মিরসরাইতে নারী ইভটিজিং করার প্রতিবাদ করায় যুুবদল নেতার উপর হামলা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:তোহিদুল ইসলাম, (চট্টগ্রাম) :  চট্টগ্রামের মিরসরাইতে দিনে দুপুরে নারী ইভটিজিং ঘটনা ঘটেছে। মিরসরাই থানার ১২ নং খৈইয়াছডা ইউনিয়নের ৪নং ওয়াড এর প্রকাশ নয়াপাডা এলাকায় এ ঘটনা ঘটে। ইভটিজিং এর শিকার নাজমা আক্তার জানায় ঘত ৫ মাস আগে থেকে যুবলীগ নেতা সাদ্দাম হোসেন পিতা সৈয়দুল হক খালেদর বাড়ি। আমাকে মোবাইলে বিভিন্ন রকম নোংরা ভিডিও ও পোন করে কুপ্রস্তাব দিতে থাকে।


বিজ্ঞাপন

দিনদিন সাদ্দামের নির্যাতন বেডে গেলেও মান সম্মানের ভয়ে কাওকে বলতে পারিনি কিন্তু গত ২৮ তারিখ সকাল বেলা যুবলীগ নেতা সাদ্দাম আমার পথ আটকিয়ে আমার শরিরের বিভিন্ন জায়গায় হাত দেয় আমি আর কোন কিছু না ভেবে মানসম্মানের কথা না ভেবে আমি এলাকার বড ভাই আরিফ ভাইকে বিষয় টা জানাই।


বিজ্ঞাপন

ওনি গতকাল সোমবার  ২৮ তারিখ বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিট এর সময় এলাকার মুরুব্বি ও বিএনপির নেতাদের নিয়ে অভিযুক্ত সাদ্দামকে এই বেপারে জিজ্ঞেস করলে সে এবং তার ভাই খারাপ আচরন করাতে এলাকাবাসী ওদের সাথে একটু রাগারাগি করে।

এক পর্যায়ে সবাই চলে যায় পরে যুবদল নেতা আরিফ বাডিতে যাওয়ার সময় সাদ্দাম হোসেন ও এবং তার ভাই মাহফুজ মিয়া অন্ধকারে অতর্কিত হামলা চালায়।

এই ঘটনার পর নাজমা আক্তার মিরসরাই থানায় বাদী হয়ে ইভটিজার সাদ্দাম এবং মাহফুজের নামে একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী নাজমা আক্তার আরও বলেন এই ধরনের ঘটনা যাতে কারও সাথে না হয় সেজন্য প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে যেন,  অভিযুক্ত সাদ্দাম হোসেন ও মাহফুজ মিয়ার দ্রুত বিচার হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *