নিজস্ব প্রতিবেদক : না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা চান্দিনা উপজেলাধীন ডুমুরিয়া মজুমদার বাড়ী হালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় থানাধীন শেরপুর গ্রামের নিবাসী মৃত সুরেশ চন্দ্র মজুমদার এর সহধর্মিণী শ্রীমতি মায়া মজুমদার (৯২)।

চলতি বছর পহেলা সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় টাইপ টু রেসপিরেটরি ফেইলিউরের কারণে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি সরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন (ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)।
তিনি মৃত্যুকালে তপন চন্দ্র মজুমদার ও মাখন চন্দ্র মজুমদারকে ০২ (দুই) পুত্র, রীনা মজুমদার ও মুনমুন মজুমদারকে ০২ (দুই) পুত্রবধূ, তনুশ্রী মজুমদারকে একমাত্র নাতনি এবং মৃন্ময় মজুমদার ও মৈনাক মজুমদারকে ০২ (দুই) নাতিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

এছাড়াও তিনি মৃত্যুকালে সুবাস চন্দ্র মজুমদার, রেবতী মজুমদার, প্রদীপ চন্দ্র মজুমদার ও বলাই চন্দ্র মজুমদারকে ভাসুরপো এবং মঞ্জু রাণী মজুমদার, অর্চনা মজুমদার ও অঞ্জনাকে ভাসুরঝি এবং রিতা রাণী মজুমদার, মিনা মজুমদার, রিংকু সরকার, প্রিয়াংকা সরকার, দিয়া মজুমদার, রিয়া মজুমদার, মন্দিরা, মেঘলা মজুমদার ও ঋতু মজুমদারকে

নাতনি এবং মানিক চন্দ্র সরকার, শ্রীকান্ত সরকার, সুজন মজুমদার, সোহাগ মজুমদার ও ঈশান মজুমদারকে নাতি এবং সুনীল চন্দ্র মজুমদার ও দীপঙ্কর মজুমদারকে দেবরপুত্র সহ একাধিক ভাসুরঝি ও দেবরঝি রেখে যান।
তদুপলক্ষে আসছে ১০ সেপ্টেম্বর বুধবার শৌরকর্ম এবং ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রাদ্ধানুষ্ঠান এবং ১২ সেপ্টেম্বর শুক্রবার রামায়ণ গান এবং ১৪ সেপ্টেম্বর রবিবার আত্মীয় স্বজন, কুটুম ও শ্মশান যাত্রী ভোজন।
অপরদিকে, মায়া মজুমদার এর মৃত্যুতে তার বিদেহী আত্মার সৎগতি কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁর নাতিন জামাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার ও স্বপন কুমার মজুমদার।