কে এই কথিত সাংবাদিক নামধারী দালাল ও প্রতারক শওকত মুকুল ?

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত আন্তর্জাতিক জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সারাদেশ

কথিত সাংবাদিক নামধারী দালাল ও প্রতারক শওকত মুকুল


বিজ্ঞাপন

 

বিশেষ প্রতিনিধি : বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কোভিদ রিজভী কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছিলেন, দলের দুঃসময়ে যারা বিদেশে আরামদায়ক জীবন যাপনের উদ্দেশ্যে চলে যায় বিএনপিতে তাদের কোন স্থান নেই।


বিজ্ঞাপন

তেমনি এক ভন্ড জাতীয়তাবাদী পক্ষে পরিচয়দানকারী সাংবাদিক শওকত মুকুল।

সূত্র জানায়, সাংবাদিক নামধারী প্রতারক শওকাত মুকুল বিগত শেখ হাসিনা সরকারের আমলে স্বৈরাচারের ঘনিষ্ট দোসর সাংবাদিক নাইমুল ইসলাম খানের সহচর হিসেবে নিয়োজিত ছিলো। নাঈমুল ইসলাম খানের সাহায্য সহযোগিতায় উন্নত জীবন যাপনের লোভে দেশ ছেড়ে পালিয়ে যান।

দেশ ছেড়ে পালানোর আগে একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে ওইসব সংগঠনের ফান্ড থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক শওকাত মুকুল। ব্যক্তিগতভাবেও অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে কানাডায় পালিয়ে যাওয়া মুকুল নামের কথিত এক সাংবাদিকের বিরুদ্ধে।

শেখ হাসিনার ঘনিষ্ঠতম যশোর নাঈমুল ইসলাম খানের সহযোগী প্রতারক শওকত মুকুলকে জাতীয়তাবাদী বিএনপি সমর্থিত ‘ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য হিসাবে বহাল রাখার ঘটনায় হতবাক সাংবাদিক সমাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্বস্ত একটি সূত্র জানায়, নাঈমুল ইসলাম খানের সঙ্গে জামাত নেতা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের গভীর ঘনিষ্ঠতা থাকার সুবাদে শওকত মুকুলসহ বেশ কয়েকজন জামাতপন্থী সাংবাদিক তার পত্রিকায় কর্মরত ছিলেন। তবে এই বক্তব্যের পক্ষে জোরালো কোন যুক্তি প্রমাণ পাওয়া যায়নি।

ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার ীর দোসল নয়মুল ইসলামের সহযোগী হিসেবে বহু প্রতারণার ঘটনা ঘটিয়ে কানাডা পালিয়ে যাওয়া শওকাত মুকুল নামের এই কথিত সাংবাদিকের সদস্য পদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের মত ঐতিহ্যবাহী একটি সংগঠন কিভাবে বহন রাখে সেটা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে দেশের মিডিয়াপাড়ায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র সাংবাদিক বলেন, শওকত মুকুলকে আমি চিনতাম সে প্রকৃতপক্ষে কোন সাংবাদিক নয়। সাব এডিটর হিসাবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন বেশ কিছু টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ শুনেছি। অনেকেই বলেছে ছেলেটি নাকি টাউট প্রকৃতির।

একাধিক সংগঠন ও ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়া শওকাত মুকুল আওয়ামী লীগের দোসর ও প্রতারক বটে তার মত ব্যক্তির সদস্য পদ ঢাকা সাংবাদিক ইউনিয়নের তালিকা থেকে প্রত্যাশা কামনা করে সংবাদমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *