কক্সবাজার প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গতকাল মঙ্গলবার ২৯ অক্টোবর, রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লেদা খালেরমুখ এলাকা থেকে নৌকাযোগে একটি ডাকাতদল টেকনাফ শহরের দিকে যাবে। এ প্রেক্ষিতে বিজিবির লেদা বিওপি’র একটি টহলদল লেদা খালেরমুখ এলাকায় গিয়ে একটি নৌকা নিয়ে নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।
আনুমানিক রাত ১০ টা ৫০ মিনিটের সময় বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে নাফ নদী দিয়ে টেকনাফ শহরের দিকে আসতে দেখে, তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় বিজিবি নৌ টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করতঃ ঘেরাও করে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদেরকে তল্লাশি করে ০১টি দেশীয় তৈরী এলজি এবং ০৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা উখিয়ার ১৫ নম্বর জামতলী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা আবু আহমেদের ছেলে এনায়েতুল্লাহ (২৬), আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আলম (২৩) এবং টেকনাফের ২২ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইয়াসিন (২৯)। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে আসছিল।
আটককৃত ডাকাতদলের সদস্যদেরকে অস্ত্র ও গোলাবারুদসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।