সিলেটের সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র জনসচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  আজ শনিবার  ২ নভেম্বর, ১০ টার সময়  সিলেটের  সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বালিয়াঘাটা, টেকেরঘাট ও চাঁনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধে প্রেষণা প্রদানের লক্ষ্যে তাহিরপুর উপজেলার ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকায় জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত সভায় অবৈধ অনুপ্রবেশ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক অবৈধভাবে পাথর উত্তোলন, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় লে: কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি, অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি), তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, তাহিরপুর থানা, স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং টেকেরঘাট এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এছাড়াও পেশাগত পরিবর্তনের জন্য অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক জনসাধারনের মাঝে মাছ ধরার বিভিন্ন উপকরণ বিতরণ করেন। বর্ণিত সভা আজ শনিবার  ২ নভেম্বর, ১১ টা ৫ মিনিটের সময়  সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *