জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে মরহুম মজিবুর রহমান মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর ) দুপুর ৩ টায় বাঁশচড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেপারী শাহ আলম ও সহকারী হিসেবে সাইদুর রহমান পল এবং পরাগ কুমার ভদ্র পরিচালনা করেন । এদিকে ধারা বর্ণনায় আবু বাছেন বাদশাহ দর্শকের বিনোদন প্রদান করেন ।
এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখতে দুপুর থেকেই উপস্থিত হন প্রায় ৫ হাজার দর্শক ।খেলায় ভাগড়া ফুটবল একাদশ বনাম দড়িপাড়া ডিয়ার কিংস মুখোমুখি হলে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে দুই দলের কেউ গোল করতে পারেনি।
পরে ট্রাইবেকারে ৫ শটে উভয় দল ৪ টা গোল করে। পরবর্তীতে দুই দলে আবারো ট্রাইবেকারে গিয়ে দড়িপাড়া ডিয়ার কিংসকে পরাজিত করে ভাগড়া ফুটবল একাদশ বিজয় লাভ করে ৷
খেলা শেষে সন্ধ্যা ৬ টায় চ্যাম্পিয়ন দলকে ১২ সেপ্টি ফ্রিজ ও রানার্স-আপ দলকে ৩২” স্মার্ট এলইডি টিভি পুরস্কার প্রদান করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন ।
এর আগে বাঁশচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন আক্কাসের তত্ত্বাবধানে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো: সফিউর রহমান শফি ফাইনাল খেলাটি উদ্বোধন করেন ।
মরহুম মজিবর রহমান মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি ও অব: সৈনিক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মাসুদ রানার সঞ্চালনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন,ঢাকা সুত্রাপুর ৪৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জন,জামালপুর জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দাবী বাস্তবায়ন সমন্বয়ক পরিষদের সমন্বয়ক মোহাম্মদ শহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় এ সময় জামালপুর জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট ফজলুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল লাহী বাকী,মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সফিউর রহমান শফির সহধর্মিণী মারুফা আক্তার সহ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
Post Views: 19