উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে বিজিবি’র তল্লাশি অভিযান : ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

Uncategorized অন্যান্য আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (উখিয়া) : গতকাল শুক্রবার  ২৫ জুলাই,  আনুমানিক রাত ৮ টা ৩০ মিনিটের  দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির রামু ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল গোয়ালিয়া নামক স্থানে একটি ইজিবাইককে তল্লাশির জন্য থামায়।


বিজ্ঞাপন

এসময় বিজিবি সদস্যরা ইজিবাইকের যাত্রী যথাক্রমে (ক) তৈয়বা আক্তার (৩৯), স্বামী- মোকতার আহম্মদ, গ্রাম- তুলাতলী, ডাকঘর-গর্জনীয়া, থানা- নাইক্ষ্যংছড়ি, জেলা- বান্দরবান এবং (খ) রোহিঙ্গা নাগরিক দিলবার খাতুন (৩২), স্বামী- নুর আলম, গ্রাম- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-০১, ব্লক এ-১ এর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তাদের শরীরের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০০০০ পিস ইয়াবা উদ্ধার করে।


বিজ্ঞাপন

এর আগে আজ দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল রাবার ড্যাম নামক স্থানে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে সিএনজির যাত্রী ইমরান (২২), পিতা- আব্দুর রহিম, গ্রাম- লেংগার বিল, ডাকঘর- মরিচ্যা, থানা- উখিয়া, জেলা-কক্সবাজারকে তল্লাশি করে তার হাতে থাকা ব্যাগের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩০০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *