বাগেরহাটের শরণখোলায় জুলাই পূনর্জাগরনে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি  :  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের শরণখোলায় জুলাই পূনর্জাগরনে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ২৬ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শপথ পাঠ করান সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল।


বিজ্ঞাপন

এর আগে ঢাকা ওসমানী মিলনায়তনে কেন্দ্রীয় যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, কৃষি কর্মকর্তা দেবতা সরকার, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমতিয়াজ উদ্দিন, জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা ওবায়দুল হক, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি মুসা সাইফ, যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার ও জামায়াত নেতা কাজী বাদল।


বিজ্ঞাপন

এছাড়া “নদী ও নারী জলবায়ু ন্যায্যতার  গ্রামীণ উদ্যোগ” আইডিয়া শিরোনামে  জুলাই পূনর্জাগরন অনুষ্ঠানমালা ২০২৫ এর বাস্তবায়ন উপলক্ষে আইডিয়া বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।

এছাড়া সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত উপজেলার বেসরকারি এতিমখানার এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্যাপিটেশন গ্রান্ড হিসাবে ১০ লক্ষ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *