নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাইকোর্ট এলাকায় মেট্রোরেলের কাজ করার সময় রডে চাপা পড়ে সবুজ ইসলাম (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান সবুজ।
নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সবুজ। থাকতেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে।
নিহত সবুজের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তারা একসাথেই মেট্রোরেলের কাজ করেন। সকালে হাইকোর্ট এলাকায় রাস্তার ওপরে রড বাঁধাই করছিলেন তারা। এ সময় কয়েকটি রড কাত হয়ে তাদের ওপর পড়ে যায়। শফিকুল সঙ্গে সঙ্গে সরে আসতে পারলেও রডে সবুজের বুকে জোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।