গোপালগঞ্জের  মুকসুদপুর থানা হাজত থেকে হত্যা মামলার আসামির পলায়ন 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জের মুকসুদপুর থানা হাজত থেকে  এক হত্যা  মামলার আসামি হৃদয় শেখ কৌশলে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারি বুধবার সকালে। এ ঘটনায় এসআইসহ দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার ৯ জনুয়ারি মুকসুদপুর থানা সূত্রে জানা যায় বরখাস্তকৃত ২ পুলিশ সদস্য হলেন, এসআই শামীম আল মামুন ও কনেস্টবল মোঃ মাহফুজ।।


বিজ্ঞাপন

থানা সূত্র জানায় মঙ্গলবার রাতে মুকসুদপুরের কমলাপুর গ্রামের হেমায়েত শেখের ছেলে একটি  হত্যা মামলার ২ নাম্বার আসামি হৃদয় শেখকে (১৮)  গ্রেপ্তার করে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা হাজত থেকে তিনি পালিয়ে যান।

আসামি হৃদয় শেখ ফরিদপুর জেলার নগরকান্দা থানার দামদরদী গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে আকাশ মাতুব্বর (১৭) হত্যা মামালার  এজাহারভুক্ত আসামি। বিগত ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি আকাশ মাতুব্বর নিখোঁজ হয়।

পরে মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুরের কচুরিপানার নীচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আসামি হৃদয় শেখকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাদীপক্ষ জানান তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আসামি হৃদয় সেখকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পুলিশের গাফিলতির কারণে আসামি পালিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *