নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে জননেতা আলি হাসানের সালাম নিন ঘোড়া মার্কায় ভোটদিন

Uncategorized অন্যান্য খুলনা গ্রাম বাংলার খবর রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
ছাত্র দল থেকে বেড়ে ওঠা ব্যক্তির নাম আলি হাসান। বিগত দলের দুঃসময় বিএনপি নামক দলের নাম সকলের মনে প্রানে ধারণ করাতে রাজপথে থেকে লড়াই করার নাম আলি হাসান। দির্ঘদিন ধরে আওয়ামী-লীগ সরকারের নেতা কর্মিদের নানা হয়রানী মূলক মামলার শিকার হয়ে দলের জন্য জিবন যৌবন ঘর সংসার সর্বশান্ত করেও দল থেকে পিছু না হটার নাম,জননেতা আলি হাসান। ছাত্রদল যুবদল থেকে বেড়ে উঠা নেতা আলি হাসান জেলা বিএনপির সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক পদে ন্যায় নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করে আসছেন দির্ঘদিন ধরে জননেতা আলি হাসান। জননেতা আলি হাসানের লক্ষ ও উর্দেশ হলো জেলা বিএনপি তথা নগর বিএনপিকে আরো শক্তিশালী করা এবং তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করে নগর বিএনপিকে সুসংগঠিত করা। জেলা বিএনপিসহ পৌর বিএনপি তথা নগর বিএনপিকে সাথে নিয়ে সাধারণ জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে জিয়াউর রহমানের ইতিহাস জানাতে হবে ও জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করাতে হবে এবং ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করার আহব্বান জানান জননেতা আলি হাসান। জেলা বিএনপির সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক জননেতা আলি হাসান পৌর বিএনপি তথা নগর বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে আগামি (১৮ জানুয়ারী) পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে সভাপতি প্রার্থী জননেতা আলি হাসান সকলের দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। পৌর সভার ৯ টা ওয়ার্ডের সন্মানিত ভোটারগণের ভোটের মাধ্যমে জননেতা আলি হাসানকে ঘোড়া মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে পৌর বিএনপি তথা নগর বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষে ঘোড়া মার্কায় বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে জেলা বিএনপিসহ পৌর বিএনপি তথা নগর বিএনপি এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান,জননেতা আলি হাসান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *