ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর সূত্রাপুর থানার চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে ছিনতাই করার উদ্দেশে সমবেত হয়ে প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির সূত্রাপুর থানাধীন ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টিম।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো-১। সাইফুল মিয়া (২৬), ২। মেঃ খুরশিদ আলম (২০), ৩। মোঃ রাব্বি (২০) ও ৪। জীবন শেখ (২৩)। এসময় তাদের হেফাজত হতে তিনটি স্টিলের চায়নিজ চাকু ও একটি স্টিলের চায়নিজ চাপাতি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

গতকাল  শুক্রবার ১৭ জানুয়ারি,  ভোর ৫ টা ২৫ মিনিটের সময়  সূত্রাপুর থানার চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চিত্তরঞ্জন এভিনিউ এলাকার মল্লিক টাওয়ারের সামনে কতিপয় দুষ্কৃতকারী ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে টহল পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনটি চাকু ও একটি চাপাতিসহ সাইফুল, খুরশিদ, রাব্বি ও জীবনকে গ্রেফতার করা হয়।এ সময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় সূত্রাপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থানে অবস্থান করে চাকু ও চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জনসাধারনের নিকট হতে টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল হাতিয়ে নিতো। তারা সূত্রাপুরের উক্ত এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *