ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করেছে পিবিআই 

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ব্রাহ্মণ্বাড়িয়া)  : ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মৃত্যুবরণকারী একজন অজ্ঞাতনামা পুরুষ লোকের পরিচয় সনাক্ত করেছে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলা। উক্ত পুরুষ লোকের নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান হাওলাদার। গত  ১৬ জানুয়ারী  তার পরিচয় সনাক্ত হয়।


বিজ্ঞাপন

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোস্তফা কামাল এর নির্দেশনা অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তপূর্বক মৃতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা যাতে শেষ বারের মতো পরিবারবর্গ মৃতের লাশ দেখতে পারে এমনকি তার শেষকৃত্য সম্পন্ন করতে পারে।


বিজ্ঞাপন

গত ০৫/০১/২৫ইং তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পূর্ব মেড্ডা ব্রাহ্মণবাড়িয়া-সিলেট পুরাতন সড়কের পাশে অসুস্থ অবস্থা হইতে অজ্ঞাতনামা ৬৮ বছরের বৃদ্ধকে সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে পথচারীদের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ভর্তি করান।

গত ১৫/০১/২৫ইং তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় ভিকটিম চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। সংক্রান্তে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার জিডি নং-১২১৩, তাং-১৬/০১/২০২৫ ইং মূলে সূরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।

উক্ত সংবাদের প্রেক্ষিতে পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শচীন চাকমা এর তত্ত্ববধান ও সার্বিক সহোযোগিতায় পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ পরিদর্শক জনাব বেলাল উদ্দিন এর নেতৃত্বে এসআই রুহুল আমিন , কনস্টেবল অলি উল্লাহ সহ একটি ক্রাইমসীন টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়।

জানা যায় মৃত ব্যক্তির নাম মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার। বয়স ৬৮ বছর। পিতা-মোঃ মুক্তার আলী , মাতা- মতিজান বিবি, স্থায়ী ঠিকানা গ্রাম -মশাং, হাওলাদার বাড়ি থানা-উজিরপুর, জেলা- বরিশাল। মৃত দেহ প্রকৃত অভিভাবক এর নিকট হস্তান্তরের নিমিত্তে অভিভাবকের কাছে সংবাদ প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *