কুড়িগ্রামের  চিলমারীতে প্রাইমকোট ছাড়াই চলছে রাস্তা কার্পেটিং এর কাজ 

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি  : কুড়িগ্রামের চিলমারীতে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের খবর পাওয়া গেছে। ধুলাবালি যুক্ত পাথর ও প্রাইমকোট ছাড়াই চলছে রাস্তার কার্পেটিংয়ের কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ চলমান অবস্থায় সংশ্লিষ্ট দপ্তরের কাউকে খুঁজে পাওয়া যায়নি৷ এভাবেই কাজ প্রায়ই শেষই করেছেন টিকাদারি প্রতিষ্ঠানটি৷ এতে রাস্তাটি কতটুকু স্থায়িত্ব হবে তা নিয়ে সচেতন মহলের মাঝে অনেক প্রশ্ন উঠেছে। তারা মনে করছেন, বন্যা প্রবণ এলাকা, এছাড়াও অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ঐ রাস্তার কার্পেটিং উঠে যাওয়া প্রবণতা রয়েছেন৷


বিজ্ঞাপন

সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায়, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা কোদালকাঠি জিসি সড়ক, রৌমারী উপজেলার রৌমারী থানা হতে দাঁতভাঙ্গা জিসি সড়ক এবং চিলমারী উপজেলার শরিফের হাট হতে কাশিমবাজার পর্যন্ত ২১১০ মিটার রাস্তা পুনর্বাসন করনের কাজ শুরু করা হয়েছে। তিনটি কাজের প্যাকেজ চুক্তি মূল্য তিন কোটি ৭২ লক্ষ ৮ হাজার ১১৬ টাকা।


বিজ্ঞাপন

কাজটি মেসার্স বসুন্ধরা জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছেন। এটি ২০২৪ সালের ৪ নভেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ৩ জানুয়ারি শেষ হওয়ার কথা। সরেজমিনে গেলে দেখা যায়, রাস্তায় দেয়ার জন্য বরাদ্দকৃত প্রাইমকোট ছাড়াই রাস্তার কার্পেটিংয়ের কাজ চলছে। ধুলোবালির উপর কার্পেটিং করছেন তারা।


বিজ্ঞাপন

এসময় স্থানীয় বজলুর রহমান নামে এক ব্যক্তি জানান, এ নিয়ে গতকাল বাকবিতন্ডা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সাথে। রাস্তার কাজ চললেও সেখানে সংশ্লিষ্ট দপ্তরের কাউকে খুঁজে পাওয়া যায়নি। এবিষয়ে উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন, সরেজমিনে গিয়ে দেখতে হবে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *