সুনামগঞ্জে কলেজ ছাত্রীর আত্বহত্যা

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করলেন তাহসিন মেহজাবিন (২১) নামে এক কলেজ ছাত্রী, নিহত তাহসিন মেহজাবিন সুনামগঞ্জ জেলা শহরের ষোলঘর আবাসিক এলাকার রায়হানুর রহমান রায়হান ও মুক্তা মোর্শেদার দম্পতির জেষ্ট মেয়ে। প্রায় ১৯ বছর পুর্বে রায়হানুর রহমান রায়হানের সাথে মুক্তা মোর্শেদার বিাহ বিচ্ছেদ হয়।


বিজ্ঞাপন

গত মঙ্গলবার সন্ধায় নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্বহত্যা করেন মেহজাবিন। নিহত মেহজাবিন বিগত বছর এইচএসসি পাস করার পর ডিগ্রিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পারিবারীক সুত্রে জানা গেছে।


বিজ্ঞাপন

নিহত তাহসিন মেহজাবিনের স্কুল পড়–য়া ছোট বোন সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র (এসসি) বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জেসমিন আক্তার তাজিন ২০২৩ সালের র্মাচ মাসে শহরের মল্লিকপুর আব্দুজ জহুর সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্বহত্যা কেেরন। দুই বছরের ব্যবধানে একই পরিবারের দুই বোনের আত্বহত্যার ঘটনায় শহরবাসী উদ্ভেগ প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন

এরআগে ২০২৩ সালের মার্চ মাসের দুই তারিখে শহরের মল্লিকপুরের আব্দুজ জহুর সেতু থেকে পড়ে সুরমা নদীতে ডুবে মারা যায় আরেক মেয়ে স্কুল শিক্ষার্থী জেসমিন আক্তার তাজিন।

গত বুধবার সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম জানান, কি কারনে আত্বহত্যা করেছে মেহজাবিন তা প্রাথমিকভাবে জানা যায়নি। আত্বহত্যার ব্যাপারে থানায় আপাতত অপমৃত্যু মামলা ডায়েরি করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *