পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সম্মেলন

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :  পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর জবর দখল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার বেলা এগারটায় কলাপাড়া রিপোর্টর্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুর আলম। এসময় উপস্থিত ছিলেন তার মা সালেহা বেগম, ভাইগ্না জাহিদুল।


বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে নুর আলম বলেন, কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় ৬৬ শতক পৈত্রিক সম্পত্তিতে ৩০ বছর ধরে বসবাস করছি।আমার পিতা রহিম সিকদাররের সাথে স্থানীয় মাসুদ সিকদারের জমি থাকায় তার সাথে বহু বছর মামলা চলমান ছিল। মহামান্য হাইকোর্ট থেকে রায় প্রাপ্ত হইয়া আমরা শান্তিপূর্নভাবে ওই জমি ভোগ দখল করা অবস্থায় আমার পিতা মৃত্যুবরন করেন।


বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ার পর পূণরায় ঐ জমির দখল নিয়া স্থানীয় প্রভাবশালী ভূমিগ্রাসী মস্তফা মাতুব্বর, গাউস মাতুব্বর, খবির মুন্সী, কালাম মুন্সী, আনোয়ার ঘরামী, দুলাল ঘরামী, মামুন মৃধা জাল কাগজপত্রপত্র সৃষ্টি করে আমাদের ৩০ বছরের বাড়ী-ঘরের আইল-ভেরী কেটে সীমানা অতিক্রম করে বাড়ীর মধ্যে জমি দাবী করে আমাদের শারীরিক-মানসিক অত্যাচার করছে।


বিজ্ঞাপন

প্রতিনিয়ত ভয়-ভীতিসহ জীবননাশের হুমকী দিচ্ছে। বিষয়টি ইতোমধ্যে থানা পুলিশসহ স্থানীয় সেনাবাহিনী কমান্ডারকে অবহিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনের পর আবারো হামলাসহ প্রাননাশের শংকার কথা তুলে ধরে নুর হোসেন বলেন, বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। একজন প্রতিবন্ধী হিসাবে পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ন ভোগ দখলে প্রশাসনিক-রাজনৈতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে গাউস মাতুব্বর বলেন, নুর আলম গং প্রাপ্য পৈত্রিক সম্পত্তির অধিক জমি বিক্রি করেছেন। তারা একটি কুচক্রী মহলের ইন্দনে নতুন একটি ছাপরা ঘর তুলে পুরো জমি পুনরায় দখলে উঠেপড়ে লেগেছে। যার ভোগান্তি জমি ক্রেতা হিসাবে আমাদের পোহাতে হচ্ছে। তবে গাউস মাতুব্বরের এমন বক্তব্য অসত্য বলে দাবী করেছেন নুর আলম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *