উখিয়ার  ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া 

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : উখিয়া উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার  ২৪ ফেব্রুয়ারি  সকাল ১০ টায়  উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার দাখিল দশম শ্রেণির শিক্ষার্থীরা সহ সকল শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাত-এ-রাসুল পরিবেশনা করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে ভালো ফলাফল অর্জনের সহায়ক হিসেবে পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। উপস্থিত অতিথিবৃন্দরা বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে এটি জীবনের শেষ লক্ষ্য নয়। সঠিক প্রস্তুতি ও আল্লাহর উপর ভরসা রেখে পরীক্ষায় অংশগ্রহণ করো।”


বিজ্ঞাপন

ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল বশর-এর সভাপতিত্বে,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরওয়ার জাহান চৌধুরী,আহ্বায়ক উখিয়া উপজেলা বিএনপি,সাবেক উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদ হোসাইন সাগর, সহ-সভাপতি কক্সবাজার জেলা যুবদল।


বিজ্ঞাপন

আলহাজ্ব মাওলানা হামিদুল হক মোজাদ্দেদী, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা। মাওলানা জমির উদ্দিন মাহমুদ, সাবেক অধ্যক্ষ অত্র মাদ্রাসা। আলহাজ্ব হামজা উল্লাহ্, আজীবন দাতা সদস্য অত্র মাদ্রাসা। মাওলানা আলীম উল্লাহ্, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ । মোহাম্মদ আনোয়ার, বিশিষ্ট শিক্ষাবিদ। আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার কমিটির অভিভাবক সদস্য আব্দুল মামুদ ও জাফর আলম। উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

আগামী ১০ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখ থেকে সারাদেশে এক যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ফারিরবিল মিনহাজুল কোরআন ওয়াচ্ছুন্নাহ আলিম মাদ্রাসা থেকে প্রায় দেড়শ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এসব পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসময় প্রধান অতিথি সরওয়ার জাহান চৌধুরী বলেন উখিয়া টেকনাফের শিক্ষা প্রতিষ্ঠান কে ধ্বংস করে দিয়েছে বদি আর তার বউ শাহীনা মিলে ১৭ বছরের উন্নয়ন অত্র মাদ্রাসায় কি হয়েছে আপনারা বলেন।

প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা হামিদুল হক মোজাদ্দেদী তার বক্তব্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দেন এবং তাদের সাফল্য কামনা করে দোয়া করেন।

দোয়া অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়, যাতে তারা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারে। এ আয়োজনে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *