পুলিশের দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং  এই চ্যালেঞ্জ নিয়েই আমি কাজ করতে চাই —– নড়াইলের নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম 

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নড়াইলের নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিনিধি (নড়াইল)  :  নড়াইল জেলার নতুন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম যোগদান করেছেন। বুধবার তিনি নড়াইলে যোগদান করেন।

জানা গেছে , মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এরপর তিনবছর র‌্যাবে দায়িত্ব পালন করেন তিনি। পরে বরিশাল সদরের সার্কেল এএসপি হিসেবে দুই বছর দায়িত্বরত ছিলেন৷ মোঃ রবিউল ইসলাম দুইবার বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেন। ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ এই দুইবারই আফ্রিকার মুসলিম দেশ সুদানে শান্তিরক্ষী মিশনে যান তিনি। জেলা পুলিশ সুপার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন এই মেধাবী পুলিশ অফিসার।


বিজ্ঞাপন

জানা গেছে, শিক্ষাজীবনে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোঃ রবিউল ইসলাম। ২০০২ সালে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদ থেকে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন এই কৃতী শিক্ষার্থী।


বিজ্ঞাপন

প্রথমবারের মতো জেলা পুলিশ সুপার হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চাই। আশা করছি নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।

নতুন কর্মস্থল সম্পর্কে তিনি বলেন, নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা৷ এই জেলার সাথে জড়িত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নাম, জড়িত চিত্রা নদীর নাম। শুনেছি এখানকার মানুষেরা খুব কালচারাল। তাদের সাথে কাজ করতে হয়ত ভালো লাগবে। আশাকরি নড়াইল জেলার জন্য ভালো কিছু করবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *