খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।


বিজ্ঞাপন

আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাতেমা নগর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ ঘনফুট সেগুনের গোলকাঠ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কাঠগুলো অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বিজ্ঞাপন

জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


বিজ্ঞাপন

বিজিবির লোগাং জোন সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও বনজ সম্পদ পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের সহযোগিতায় এসব অভিযান আরও জোরদার করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *