দেশের শিক্ষাকে এগিয়ে নিতে প্রান্তিক পর্যায়ে কাজ করে চলেছে আশা

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (মাদারীপুর) :  বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাধীন ২৫ জন শিক্ষা সুপারভাইজারকে নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ‘মাদারীপুর লিগ্যাল এইড কনফারেন্স রুমে শিক্ষা সুপারভাইজারদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

আশা’র মাদারীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ সোহেল আহমেদ এর সভাপতিত্বে ও জেলা এডুকেশন অফিসার মনির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, আশা’র শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা শিক্ষা কর্মসূচির সিনিয়র এডুকেশন অফিসার শহিদুল ইসলাম।


বিজ্ঞাপন

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি সামিউল হক শিক্ষা সুপারভাইজারদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের শিক্ষাকে এগিয়ে নিতে ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের উন্নতিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে আশা। এটা আমরা আরও এগিয়ে নিতে চাই। সে লক্ষে পৌছাতে হলে আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টা থাকলেই সেটা সম্ভব।’


বিজ্ঞাপন

দিনব্যাপী কর্মশালায় শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।

‘আশা’ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ৬,৭৫০ টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৯,০০০টি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬১টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ৬ লাখ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *