ময়মনসিংহ র‌্যাব-১৪, সিপিএসসি’র অভিযান : বিপুল পরিমান বিদেশি মদ ও পিকআপ ভ্যান সহ ১ মাদাক কারবারী আটক 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ)  : ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও একটি পিকআপ ভ্যান‘সহ ০১ মাদক কারবারি‘কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ


বিজ্ঞাপন

র‌্যাব-১৪, সিপিএসসি কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ পিকআপ ভর্তি বিদেশী মদের চালান শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।


বিজ্ঞাপন

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক নির্দেশক্রমে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানীর একটি আভিযানিক দল গতকাল সোমবার  ২৪ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭ টায়  ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন নেত্রকোণা হতে শেরপুর বাইপাস রোডের উপর চেকপোস্ট পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে  মোঃ ইয়াছিন (২৬), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাং-সমুসচুড়া, থানা- নালিতাবাড়ী, জেলা-শেরপুর‘কে ২৫৩ বোতল বিদেশী মদ‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ১৫৫ লি: ২৫০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ২০,৭০,০০০ (বিশ লক্ষ সত্তর হাজার) টাকা।

উক্ত বিষয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *