ইট ভাটা বন্ধের প্রতিবাদে হাজার হাজার নারী পুরুষের বিক্ষোভ মিছিল,প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

Uncategorized অনিয়ম-দুর্নীতি অন্যান্য অপরাধ অর্থনীতি আইন ও আদালত কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জীবন-যাপন প্রশাসনিক সংবাদ

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা,ভাটা ভাংচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১টার সময় নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয় এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে নড়াইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এম এম রেজাউল আলম,সহ-সভাপতি বি এম রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুর রহমান,কোষাধ্যক্ষ কারিমুল করিম কুশালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশে বক্তারা বলেন,এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং ৫০ লক্ষ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার মালিক ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় ৮ হাজার কোটি টাকা। এই ভাটা বন্ধ হয়ে গেলে ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে এবং ইট ভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন। এ সময় উপস্থিত শ্রমিকরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে শ্লোগান দিতে থাকেন এবং ঈদ সামনে রেখে ভাটা বন্ধ হয়ে গেলে তাদের পরিবার পরিজন নিয়ে বিপদে পড়ে যাবেন। ভাটা শ্রকিক’রা আরো বলেন,ভাটা বন্ধ হয়ে গেলে আমাদের মত শ্রমিকদের চুরি,ছিনতাই করে সংসার চালাতে হবে বলে জানান।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *