মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় প্রতিবেশী পান্নু মোল্লা (৩৮) ও তার সহযোগী পান্নু’র ভাবি শারমিন বেগমকে ঘটনার দুই ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।গ্রেফতারকৃত পান্নু মোল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দিনানাথপাড়া গ্রামের মো. সুনা মিয়ার ছেলে ও তার সহযোগী ভাবি শারমিন বেগম একই গ্রামের বাবু মোল্যার স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার সকালে স্কুল থেকে বাড়িতে আসে ওই শিশু,পরে পাশের বাড়িতে বড়ই কুড়াতে যায় এবং পান্নু তাকে তাদের একটি পুরাতন ঘরে ডেকে নিয়ে ঘরের ভেতর ধর্ষণের চেষ্টা করে। শিশুর বাবা বলেন,স্থানীয়ভাবে ভয়-ভীতি দেখিয়ে গ্রামের মাতব্বর তজি মোল্যা,আয়াজ মোল্যা ও গ্রাম্য ডাক্তার ওবায়দুল তারা চেষ্টা করে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য। ওই শিশুর মাকে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাইকে সাথে নিয়ে সোমবার দুপুরে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন,দুই ঘন্টার মধ্যে অভিযুক্ত পান্নু মোল্যা ও তার সহযোগী ভাবি মোসা.শারমিন বেগমকে গ্রেফতার করা হয়েছে,তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
