ফরিদপুরের চরভদ্রাসনে  গ্রাম্য সালিশ বৈঠক বসে যুবকের মাথার চুল কেটে ন্যাড়া করার পর আত্নহত্যা চেষ্টা :  প্রায় চারমাস পর মৃত্যু

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর  প্রতিনিধি  : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লোহারটেক গ্রামের আইয়ুব খানের ছেলে এনামুল খান (১৯) আত্নহত্যা চেষ্টার প্রায় চারমাস পর চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাত ৮টায় নিজ বাড়ীতে মারা গেছে। ওই রাতেই পুলিশ লাশটির ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছেন। এর প্রায় চারমাস আগে প্রতিবেশী টুকু খানের একটি বকনা বাছুর যুবকের চলন্ত মটরসাইকেলের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় গ্রাম্য সালিশ বৈঠক বসে যুবককে মারধর করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে উপজেলা সদর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড মেম্বার সরোয়ার হোসেন মৃধা সবার সামনে যুবকের মাথার চুল কেটে ন্যারা করে দেয়।


বিজ্ঞাপন

এসব অপমান ও গ্লানি সইতে না পেরে ওই যুবক গত ১৪ নভেম্বর, ২০২৪ইং সকাল ১১টায় নিজ বাড়ীর একটি দোচালা ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে ঝুলে পড়ে। এ সময় স্বজনরা টের পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে যুবককে উদ্ধার করেন। পরে আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিন মাস চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। এতেও আহত যুবকের সুস্থতা ফিরে না এলে তাকে বাড়ীতে রেখে ঔষধ সেবনের পরামর্শ দেন চিকিৎসকরা।


বিজ্ঞাপন

প্রায় এক মাস আগে আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে চিকিৎসা চলছিল। কিন্ত দিন দিন তার শারীরীক অবস্থার অবনতি দেখা দেয় এবং গত শুক্রবার রাতে যুবক মারা যায়। এ ঘটনায় প্রায় চারমাস আগে চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছিল। মামলা নং-০৮, তাং-১৪/১১/২০২৪ ইং। এ মামলার দুই আসামী হলো-ইউপি সদস্য সরোয়ার হোসেন মৃধা (৫৫) ও নিহত যুবকের প্রতিবেশী টুকু খান (৪৮)। এরা সবাই জমিনে মুক্ত রয়েছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন

এ ব্যাপারে শনিবার বিকেলে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান বলেন, “ এ ঘটনায় মামলাতো আগেই হয়েছে। এখন শুধু মেডিকেল রিপোর্ট ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে মামলার গতিবিধি নির্নয় হবে”। আর নিহত যুবকের পিতা আইয়ুব খান হতাশ কণ্ঠে জানায়,“ গ্রাম্য মাতুব্বররা সালিশ বৈঠকের নামে আমার পরিবারটি ধ্বংস করে দিছে। ছেলেকে তিনমাস আইসিইউতে রেখে সাড়ে ৬ লাখ টাকা করচ করার পরও বাঁচাতে পারলাম না। ইউপি সদস্য সরোয়ার হোসেন মৃধা আমাদের সামনে ভরা মজলিসে ছেলেকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছিল। আমার ছেলে এ অপমান সইতে পারে নাই, আমি এর সুষ্ঠ বিচার চাই”।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *