মোঃ সাইফুর রশিদ চৌধুরী : সাভার উপজেলা চেয়ারম্যান সমর ও রাজিবের ডান হাত, সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ওরফে রুবেল মন্ডলকে গোপালগঞ্জ চর গোবরা থেকে গ্রেফতার করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল।

গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন সদর (সার্কেল) সাক্ষরিত ১৮ মার্চ এক লিখিত বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল ১৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার উপজেলায় গত জুলাই আগস্ট ২০২৪ এ সংঘঠিত ছাত্র- জনতার উপর চালানো অমানবিক হত্যাযজ্ঞের মূল হোতা সাভার এলাকার খুনি ও সন্ত্রাসী তথা অবৈধভাবে বিনা ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সমর ও রাজিবের ডান হাত খ্যাত সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান ওরফে রুবেল মন্ডলকে (৩৫) জুলাই আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের পর আগস্টের ৫ ২০২৪ তারিখ হতে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চর গোবরা এলাকায় আত্মগোপন করে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মাহবুবু আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলদের নেতৃত্ব গোপালগঞ্জ জেলার ডিবি পুলিশ ও সদর থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস দল গতকাল ১৭ মার্চ রাত আনুমানিক আড়াইটা হতে আজ ১৮ সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা অভিযান পরিচালনা করে আসামি রুবেল মন্ডলকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিকভাবে স্বীকার করে যে, গত জুলাই আগস্ট ২৪ এর সংঘটিত ঘটনার পরপর গোপালগঞ্জ জেলার সদর থানাধীন চর গোবরা এলাকায় দীর্ঘ দিন যাবত আত্মগোপন করেছিলো।
সাভার মডেল থানায় খোঁজ নিয়ে জানা যায় যে, গ্রেফতারকৃত রুবেল মন্ডল জুলাই-আগষ্ট/২৪ হত্যাযজ্ঞের এজাহার নামীয় একাধিক মামলার পলাতক আসামি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মন্ডল চর-গোবরা এলাকার রইস শেখের মেয়ের জামাই।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উক্ত আসামিকে হেফাজতে নেয়ার জন্য সাভার থানার মামলা সমূহের তদন্তকারী অফিসার গোপালগঞ্জ সদর থানার উদ্দেশ্যে রওনা করেছেন বলে জানা যায়।