নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার) : গতকাল বুধবার ২৬ মার্চ, আনুমানিক ১২ টার সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর হাবিলদার শ্রী ভবেশ কুমার সুশীল এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল ছোট হরিণা বাজার এলাকায় টহল পরিচালনাকালীন সময় ২ জন ব্যক্তিকে সন্দেজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরবর্তীতে বিজিবি টহলদল উক্ত ব্যক্তিদ্বয়ের গতিরোধ করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ব্যক্তিদের নামও ঠিকানা যথাক্রমে, জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) পিতা-শুক্রনাথ চাকমা এবং পিংকু চাকমা (২২), পিতা-অমর শান্তি চাকমা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের শরীর তল্লাশি করে ৭২,৭০০ (বাহাত্তর হাজার সাতশত) বাংলাদেশী টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া যায়।

উক্ত ব্যক্তিদ্বয় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করতঃ ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য ব্ক্রিয় এবং ছোটহরিণা বাজার হতে বিভিন্ন মালামাল ক্রয় করে ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে আগমন করেছে।

বর্ণিত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।