গোপালগঞ্জে  জুলাই গণঅভ্যুত্থানে  আহতদের অনুদানের চেক বিতরণ

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের আহতদের কল্যাণার্থে ১০ লাখ  টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার ২৭ মার্চ বেলা ১২ টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ চেক বিতরণ করেন।


বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মুহম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  মো. তারেক সুলতান,  গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস, সমাজ সেবার উপ পরিচালক হারুন অর রশিদ প্রমূখ।


বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে জুলাই ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথম ধাপে জুলাই গণঅভ্যুত্থানের আহত ৬ পরিবারের মাঝে দুই ক্যাটাগরিতেএ চেক বিতরন করা হয়।  ক- শ্রেণীর অতিগুরুত্বর আহত ৪জনের প্রত্যেককে ২লাখ করে,গুরুত্বর আহত ২জনের প্রত্যেককে ১ লাখ টাকা করে  সর্বমোট ১০লাখ  টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন,গোপালগঞ্জ জেলায় ৩৮ জন জুলাই গণঅভ্যুত্থানের  আহত ব্যক্তি রয়েছে। প্রথম পর্যায়ে আজ ৬ জনের মাঝে চেক বিতরন করা হয়েছে।পর্যায়ক্রমে অন্যদের দেয়া হবে। এর আগে  আহত ৮ জনকে স্বাস্থ্য সেবা কার্ড দিয়েছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *