পাবনা প্রতিনিধি : ঐতিহ্যবাহী পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রাস্টের গরিব ও দুস্ত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । বুধবার ২৬ মার্চ দুপুরে টাষ্টের হলরুমে কুরআন তেলওয়াত মধ্যে অনুষ্ঠানটি শুরু হয় ।

টাষ্টের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আব্দুর রউফের পরিচানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দারুণ আমান ট্রাস্টের সভাপতি অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, উপাধাক্ষ আব্দুল লতিফ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মোঃ আবু হানিফ, সদস্য মোঃ রবিউল ইসলাম বাদসা সহ অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রোগ্রাম শেষে পত্র প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।