ফরিদপুরের চরভদ্রাসনে মোবাইল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর  প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোন  সহ পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য মারুফ মাতুব্বর (২৫),মেহেদী হাসান মোল্লা (১৯),মোঃ আসলাম মোল্লা(৩৭), গ্রেফতার করেছে চরভদ্রাসন  থানা পুলিশ।বুধবার  (১৬ এপ্রিল) চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান  এসব জানান।


বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চরভদ্রাসন সদর বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। চরভদ্রাসন থানার এসআই ওয়াছেক মিয়া বলেন ওমর মৃধা(৪৭)একজন কাঁচামাল ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় বাদী গত ইং ১২/০৪/২০২৫ তারিখ খাওয়া-দাওয়া শেষে রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় চরভদ্রাসন থানাধীন মাথাভাঙ্গা সাকিনস্থ বাদীর নিজ বসত ঘরে ঘুমিয়ে। পড়েন।


বিজ্ঞাপন

পরে গত  ১৩ এপ্রিল,  ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে দেখেন যে, বাদীর বসত ঘরে সিঁদ কাটা। তখন বাদী ডাক-চিৎকার করলে আশেপাশের লোকজন আসিয়া বাদীর ঘরের সিঁধ কাটা দেখতে পায়।


বিজ্ঞাপন

এরপর  বাদী তাহার ঘরের বিভিন্ন জিনিসপত্র খোঁজাখুঁজির একপর্যায়ে দুইটি মোবাইল ও ঘরে রক্ষিত নগদ ২৯,০০০/-(উনত্রিশ হাজার) টাকা না পাইয়া সাক্ষীদেরকে মৌখিক ভাবে জানায়।

বাদীর ব্যবহৃত দুইটি মোবাইলের মধ্যে একটি আইটেল মোবাইল, যাহার আইএমইআই নম্বর ১।৩৫২৬৪২৩১২১৭৯৩২১,  এবং ৩৫২৬৪২৩১২১৭৯৩৩৯, ব্যবহৃত সিম নম্বর ০১৮২২০৩৬৯২৬, মূল্য ২২,০০০/-(বাইশ হাজার)টাকা এবং অপরটি বিদেশী REDMI ১২ সেট।

নতুন এবং বিদেশী সেট হওয়ায় আইএমইআই নম্বর জানা সম্ভব হয় নাই। নতুন বিদেশী সেটে কোন সিম ব্যবহৃত হয় নাই। যাহার মূল্য ২৫,০০০ (পঁচিশ হাজার)টাকা, মোট (২২০০০+২৫০০০)=৪৭,০০০ (সাত চল্লিশ হাজার) টাকা ও কাঁচামাল বিক্রির নগদ ২৯,০০০ (উনত্রিশ হাজার)টাকাসহ সর্ব মোট (৪৭০০০+২৬০০০)=৭৩,০০০ (তেয়াত্তর হাজার) টাকা উল্লেখিত আসামীগন সহ অজ্ঞাতনামা চোর বা চোরেরা সিঁদ কেটে ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী উক্ত চুরি হওয়ার ঘটনাটি চরভদ্রাসন থানা পুলিশকে জানাইলে আমরা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করিয়া ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

তিনি বলেন মামলাটি তদন্তকালে সন্দেহভাজন। গ্রেফতার করে জিজ্ঞাসা করে পর অস্বীকার করে, তার দেওয়া তথ্য অনুযায়ী ,  চরভদ্রাসন বাজারে অভিযান পরিচালনা করে আরো দুজনকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

থানা সূত্রের বরাতে তিনি আরও বলেন, গ্রেফতার মারুফ মাতুব্বর পেশাদার চোর চক্রের একজন সক্রিয় সদস্য।বাকি দুজন ডকুমেন্ট ছাড়া মারুফ মাতুব্বরের কাছ থেকে

মোবাইল ক্রয় করেছিল,দুজনেই মোবাইল দোকানদার। বুধবার তাদের কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *