ওয়াক্ফ সংশোধনী বিল শুধু ভারতেই নয়, পুরো উপমহাদেশের শান্তি বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে ——– খেলাফত মজলিস

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেন, মুসলিম বিদ্বেষী ভারতের বিজেপি সরকার মুসলমানদের সম্পদ লুট, মসজিদ ও মাদ্রাসা ধ্বংসের হীন উদ্দেশ্যে ওয়াক্ফ আইন সংশোধনী করেছে। ইতিমধ্যেই মুসলমানদের ধর্মীয় স্থাপনায় আক্রমন ও আঘাত শুরু হয়েছে। এ সংশোধনীর ফলে মুসলমানদের অধিকার ক্ষুন্ন করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। এ বিল শুধু ভারতেই নয় পুরো উপমহাদেশের শান্তি বিনষ্টের কারণ হয়ে দাঁড়াবে। ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন বন্ধ ও মুসলমানদের সম্পত্তি দখলের চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বকে সোচ্চার হতে হবে। ভারতীয় সংসদে পাশকৃত মুসলিম ওয়াকফ সংশোধনী বিল বাতিল করতে হবে।


বিজ্ঞাপন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা ও শিল্পখাতে নতুন গ্যাস সংযোগে অতিরিক্ত (৩৩%) মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তা অযৌক্তিক। এর ফলে জনজীবনে আরো দুর্বিসহ অবস্থার সৃষ্টি করবে। আমরা সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই।


বিজ্ঞাপন

গতকাল সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।


বিজ্ঞাপন

মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সৈয়দ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা নুরুল হক, এডভোকেট রফিকুল ইসলাম, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *