নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ,চেয়ারম্যানসহ ৬৯ জনের নাম উল্লেখ করে মামলা

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলের লোহাগড়া উপজেলায় ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা হাটে অবস্থিত বিএনপির স্থানীয় অফিসে ককটেল হামলার ঘটনায় উপজেলা আওয়ামী-লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিহানুক রহমানসহ ৬৯ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) সকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে ওই মামলাটি করেছেন ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা এলাকার রবিউল ইসলাম শেখ।


বিজ্ঞাপন

মামলার এজহারে তিনি নিজেকে ইতনা ইউনিয়ন বিএনপির সদস্য বলে পরিচয় দিয়েছেন। এজহারে বাদীর অভিযোগ গত ১৩ এপ্রিল ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা হাটে অবস্থিত বিএনপির একটি স্থানীয় অফিসে বাদী রবিউলসহ বিএনপির নেতাকর্মীরা তাদের সাংগঠনিক কার্যক্রম ও ফিলিস্তিনি মুসলিমদের জন্য তহবিল এবং জনমত গড়ে তোলার বিষয়ে আলাপ করছিলেন।


বিজ্ঞাপন

এ সময় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিহানুকের নেতৃত্ব আসামিরা হাতুড়ি, ককটেল,পাইপগান,চাইনিজ কুড়াল, চাপাতি,লোহার পাইপ,এস এস পাইপ এবং অবৈধ পিস্তলসহ বিএনপির অফিসে প্রবেশ করে। অফিস কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে খুন ও জখমের ভয় দেখিয়ে বিএনপির নেতা-কর্মীদের অফিস থেকে বের করে দেয়।

তারপর সেখানে আসামি মকলেজ,হাফিজুর,আরজ,কিরামত, আবু,ইমদাদ,শাহাদুল,সাগর ও ইমরান তাদের হাতে থাকা ৮-১০ টি ককটেল নিক্ষেপ করে। এ সময় ফ্যাসিস্টরা ‘দুই একটি বিএনপি ধর,ধরে ধরে জবাই কর’বলে স্লোগান দিতে থাকে। এজহারে বাদী আরও উল্লেখ করেছেন,অফিস কক্ষে সাঁটানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করেন সুরুজ,রিজু,কিরামত, রুবেল, আত্তাব, আকাশ, তৈয়ব, শিহাব, নজরুল,সাকিব ও সবুজসহ অন্যান্য আসামিরা। এ সময় বিএনপির দলীয় অফিস কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলেও মামলায় দাবি করেছেন রবিউল ইসলাম শেখ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন,মামলার পরপরই এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *