রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে আঁম র্মাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন টিটু 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

সাগর নোমানী, রাজশাহী ব্যুরো  :   আসন্ন ২৬ এপ্রিল, শনিবার , রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ । আঁম র্মাকা প্রতীক নিয়ে কাজি আসাদুর রহমান টিটু দোয়া প্রার্থী  ।


বিজ্ঞাপন

সংগঠনজুড়ে চলছে নানা সাজের সাজ , প্রচারনা ও ভবিষ্যতের প্রত্যাশার গল্প। নির্বাচনের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব সাধারণ সম্পাদক পদের প্রার্থী কাজি আসাদুর রহমান টিটু। সোসাইটির বেশিরভাগ সদস্যের ইচ্ছার প্রতিফলন ঘটাতে তিনি এই নির্বাচনে শরীক হয়েছেন । ভোটারদের সাথে কথা বলে জানা যায় , সৎ , কর্মঠ ও নিষ্ঠাবান প্রার্থী  হিসেবে কাজী আসাদুর রহমান টিটুকে একবাক্যে বিবেচনা করা যায় ।  কো-অপারেটিভের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ টিটুর হাতে নিরাপদ বলে তারা মনে করেন ।


বিজ্ঞাপন

কাজি আসাদুর রহমান টিটু শুধু একজন প্রার্থী নন, তিনি দীর্ঘদিন ধরে দি রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, সদস্যদের স্বার্থরক্ষা এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন । তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন সাব-কমিটি সময়মতো বাজেট পাস, ঋণ অনুমোদন এবং সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়েছে।


বিজ্ঞাপন

সোসাইটির একাধিক  সদস্য বলেন, “টিটু ভাই যখন কোনো দায়িত্বে থাকেন, আমরা নিশ্চিন্ত থাকি। কারণ তিনি কখনোই কারো টাকা-পয়সা আত্মসাৎ  বা দায়িত্বে গাফিলতি করেন না। সর্বকাজে তার অগ্রণী ভূমিকা থাকে , কোনোদিন তিনি অন্যের উপর নির্ভরশীল থাকেন না । সততা ও নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করে থাকেন । আর এই আস্থাই নির্বাচনে তার বড় শক্তি।

বিগত সময়ে  কো-অপারেটিভ সোসাইটির বিভিন্ন সমস্যা স্বচ্ছতার সাথে সমাধান করেছেন তিনি । একে অন্যের প্রতি অভিযোগ উত্থাপিত হলেও তিনি বিচক্ষণতার সাথে কিভাবে টা সমাধান করা যায় সে বিষয়ে নিজের ব্যক্তিগত সকল কাজ ফেলে কো – অপারেটিভ সোসাইটির মাঝে কোনো ভাঙন না ধরে সেদিকে তিনি সজাগ দৃষ্টি রেখেছিলেন । তার এই স্পষ্টভাষী ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি অনেক সদস্যের মনে প্রশংসা কুড়িয়েছে।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে সোসাইটিকে আধুনিকরণ করার পরিকল্পনা রয়েছে তার। অনলাইনে সদস্যদের  লেনদেন  সুবিধা, ঋণ গ্রহণ ও জমা সংক্রান্ত সকল কার্যক্রম স্বচ্ছ ও দ্রুততার সাথে করার পরিকল্পনা রয়েছে তার । এছাড়া সোসাইটির সদস্যদের সন্তানদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালুরও প্রতিশ্রুতি দিয়েছেন।

টিটু বলেন, “আমরা যদি চাই, তাহলে এই প্রতিষ্ঠান শুধু আর্থিক সহযোগিতা নয়, একটা সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। আমি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সেই পথেই সোসাইটিকে নিতে চাই।”

টিটু বিগত বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগ কিংবা সদস্যদের চিকিৎসা সহায়তা প্রদানের বিষয়ে সকল সময়  সামনের কাতারে থেকেছেন। তার অনেক মানবিক গুণ রয়েছে যা বলে শেষ করা যাবে না । আর সে কারণেই  ভোটারদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন।

এই নির্বাচনে পুরো রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটি এলাকা নিয়ে লড়াই করছেন টিটু। তার সমর্থকরা নিজস্ব খরচে পোস্টার, লিফলেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। ‘আম’ প্রতীকে ভোট চেয়ে তারা বলছেন, “টিটু ভাইয়ের মতো একজন অভিজ্ঞ , সৎ ও কর্মঠ মানুষ সাধারণ সম্পাদক নির্বাচিত  হলে প্রতিষ্ঠানটি আরও শক্ত ও মজবুত হবে ।

সোসাইটির অধিকাংশ সদস্য মনে করেন , সকল সময় , সকল বিষয়ে টিটু ভাইয়ের সাথে আলাপ – আলোচনা ও  পরামর্শ করা যায় । তাকে সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করলে আগামীতে সোসাইটি অনেক উন্নতি সাধন করবে ।

নির্বাচন নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে সোসাইটির নির্বাচন কমিশন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ এপ্রিল শনিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

কাজি আসাদুর রহমান টিটু আশাবাদী, এই নির্বাচনে সদস্যরা বাছাই করবেন এমন একজনকে, যিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। “আমি চাই কো-অপারেটিভ হোক সবার, সবাই মিলে গড়ি একটা শক্তিশালী আর স্বচ্ছ প্রতিষ্ঠান,” বলছিলেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *