রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলা গোলাপ কুঁড়ি লাভলি এর জমি জোর পূর্বক দখল করে দেওয়াল তোলার চেষ্টা। গতকাল মঙ্গলবার ৬ মে্ সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বিবাদি পক্ষ লোকজন নিয়ে দেওয়াল তোলার জন্য মাটি কাটছে।

মাটি কাটতে বাঁধা দিতে গেলে তাদের ভয়ভীতি দেখায়। বাদি লাভলি কোটে একটি মামলা দায়ের করেন।এবং কোট থেকে ১৪৪ ধারার একটি নোটিশ জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিবাদি দল সেখানে কোনো রকম সেই জমিতে দেওয়াল তোলার কোনো কার্যক্রম চালাতে পারবে না। যদি তারা কোটের আইন অমান্য করে।

তাহলে তাদের পক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এবং সেখানে কোনো রকম যাতে বিশৃংখলা সৃষ্টি না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহীনি ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করে বলেন যে,কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে দেওয়াল তোলার সকল কর্যক্রম বন্ধ থাকবে।
এ বিষয়ে বাদি লাভলি বলেন,আমি সাড়ে চার শকত জমি কাশেমের কাছ থেকে ক্রয় করেছি ছয় লক্ষ টাকা দিয়ে এক বছর দুই মাস আগে। এ জমি নিয়ে বাদি লাভলি কোটে একটি মামলা দায়ের করেন কাশেম, সান্টু,সজিব,মেরিনা এবং মুকবুল এই পাঁচ জনের নামে।