নিজস্ব প্রতিবেদক : নীতিমালা ভঙ্গ করে ধানমন্ডির ৬/১ ঠিকানায় সাবেক ১২ সচিব পদমর্যাদার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৮ মে দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

দুদক সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সচিবদের বাড়তি সুবিধা দিতে ধানমন্ডির ৬/১ এ ১২ কাঠার ৬৩ নং প্লটের ১৪ তলা ভবন নির্মাণাধীন রয়েছে। গৃহায়নের অর্থায়নে ওই ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে ভবনগুলোতে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পুরস্কার হিসাবে নামমাত্র মূল্যে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে।

‘গৃহায়ন ধানমন্ডি (১ম পর্যায়)’- প্রকল্পের আওতায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক অনৈতিকভাবে বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দের অভিযোগের প্রেক্ষিতে দুদক এ অভিযান পরিচালনা করে।

প্রকল্পের আওতায় ধানমন্ডি আবাসিক এলাকার নির্মিত ১৮টি ফ্ল্যাটের মধ্যে ৬০% হারে ১২টি সরকারি কোটায় এবং ৪০% হারে ৬টি বেসরকারি কোটায় বরাদ্দযোগ্য ছিল। অভিযানকালে বরাদ্দ সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
এনফোর্সমেন্ট টিম জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে, যা পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানাগেছে।