নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার ২৬ মে, জাতীয় সৈনিক পার্টি ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন বোন-ম্যারো ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বাদ আসর তাকে নামাজে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, সার্জেন্ট মোঃ মোশাররফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় পার্টি চেয়ারম্যান বলেন, মরহুম মোশাররফ হোসেন সৎ, সাহসী, দায়িত্ববান ও জাতীয় পার্টির নিবেদিতপ্রান নেতা ছিলেন। তিনি তার কর্মজীবন ও রাজনৈতিক জীবন নিষ্ঠার সহিত পালন করেছেন। তিনি আজীবন গণমানুষের জন্য রাজনীতি করেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল।
তিনি শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, সার্জেন্ট মোঃ মোশারফ এর মৃত্যুতে অনুরূপ এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মনিরুল ইসলাম মিলন, সার্জেন্ট মোঃ মোশারফ এর মৃত্যুতে মরহুমের আত্মার মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বার্তা প্রেরণ করেছেন।