অভয়নগরে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি :  “নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” স্লোগান কে ধারন করে যশোরের অভয়নগর উপজেলা ভুমি অফিসে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

আজ সোমবার দুপুর ১২ টায় উপজেলা ভুমি অফিস চত্ত্বরে স্থানীয় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে ভুমি সংশ্লিষ্ট সকল সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিং এর মাধ্যমে তুলে ধরেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা।


বিজ্ঞাপন

এ সময় বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত থেকে জনগুরুত্বপূর্ণ সেবার সম্পর্কে প্রশ্ন করেন। তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ব্রিফিং শেষে প্রশ্ন-উত্তর পর্বে সকল বিষয়ে সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তথ্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক।


বিজ্ঞাপন

এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, নওয়াপাড়া পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মাহফুজ্জামান, রাজঘাট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আখতার হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার উজ্জ্বল হালদার সহ প্রমূখ। এরপর বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মেধাবী শিক্ষার্থীদের উপস্থিতিতে ভুমি বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এখানে জমি ক্রয়-বিক্রয়, জমির ওয়ারেশ থেকে সম্পত্তির মালিকানা হস্তান্তর, জমির ওয়ারেশদের মধ্যে বন্টন, দলিল করার পরে নতুন নামজারী, মিস কেস, সি. এস, এস. এ, ও আর. এস. রেকর্ড কিভাবে হয়েছে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এরপর শিক্ষার্থীদের নিকট প্রশ্ন করা হয়। উত্তর সঠিক হলে তাকে উপজেলা ভুমি অফিসের পক্ষ থেকে পুরষ্কার দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জমি সম্পর্কে ব্যাপক আলোচনা শুনে সহকারী কমিশনার ভুমি সহ সকল কর্মকর্তাদের কে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *