প্রধান বিচারপতি’র নির্দশে দেশের চৌকি আদালত সমূহে কম্পিউটার প্রদান

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিবেদক  : প্রধান বিচারপতির নির্দেশে দেশের চৌকি আদালত সমূহে কম্পিউটার সরবরাহ করা হয়েছে। আজ ২ জুলাই,  ) দেশের ৪০ টি চৌকি আদালতের এজলাস ও দপ্তরে ব্যবহারের জন্য মোট ৭১ টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়।


বিজ্ঞাপন

মূলত, বাংলাদেশের প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপে বিচার সেবার আধুনিকায়নসহ দ্রুততম সময়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠির বিচারসেবা প্রাপ্তির বিষয়টি গুরুত্বের সাথে স্থান পেয়েছে।


বিজ্ঞাপন

তারই প্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের বিভিন্ন দুর্গম অঞ্চলে অবস্থিত চৌকি আদালতসমূহে আগত বিচারপ্রার্থীদের কাঙ্খিত বিচার সেবা প্রাপ্তি নিশ্চিতকরণসহ উক্ত চৌকি আদালতসমূহের সক্ষমতা বৃদ্ধিতে আদালতের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্ট হতে প্রয়োজনীয় ডেস্কটপ কম্পিউটার সরবরাহের জন্য নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশের মোট ২৩ টি জেলায় বর্তমানে মোট ৪০ টি চৌকি আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে অবস্থিত উক্ত চৌকি আদালতসমূহে দেওয়ানী ও ফৌজদারি আদালতের কার্যক্রম পরিচালতি হয়ে থাকে। উক্ত আদালতসমূহে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদরমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তাগণ কর্মরত আছেন। বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক সরবরাহকৃত উক্ত কম্পিউটারসমূহ চৌকি আদালতসমূহের কার্যক্রমে গতিশীলতার সঞ্চার করবে।

উল্লেখ্য যে, বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত বছরের ১১ আগস্ট,  বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর হতে দেশের আদালতসমূহের বিচার কার্যে গতিশীলতা আনয়নের লক্ষ্যে তাঁর নির্দেশনার আলোকে বাংলাদেশের সুপ্রীম কোর্টের পক্ষ হতে জেলা আদালতসমূহে এ পর্যন্ত মোট ৪০০ টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে। এছাড়া, উক্ত সময়ে দেশের ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সুপ্রীম কোর্ট কর্তৃক ল্যাপটপ কম্পিউটার প্রদান করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *