সেলিম আহম্মেদ (শার্শা) : যশোরের শার্শা উপজেলার নাভারণ হক কমিউনিটি সেন্টারে ১০ জুলাই দুপুরে ২ শতাধিক হাজী ও ওমরা কারীদের নিয়ে এ হাজী পূর্ণমিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

হাজী পূর্ণমিলনী অনুষ্ঠানে মাও মুহিব্বুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান।

মাওঃআজীজুর রহমান বলেন ; “হজ্জ ও ওমরা কারীর জন্য হযরত ইব্রাহীম (আ) ও রাসুল (স) এর জীবনেই রয়েছে ইসলামের প্রকৃত শিক্ষা। শিরকমুক্ত ও মানবতাসিক্ত জীবন গঠন এবং দেশ ও সমাজের প্রকৃত উন্নয়ন করতে চাইলে আমাদের জীবনে তাঁদের ত্যাগ,নিষ্ঠা ও তাকওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। শার্শা উপজেলা শাখার আমির, অধ্যাপক মাওলানা ফারুক হাসান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাওঃ কামারুজ্জামান সহ মাওঃ আইনুল হক প্রমুখ।
