তাপস চন্দ্র সরকার, (কুমিল্লা) : আগামীকাল শুক্রবার ১১ জুলাই, বিকেল ৪টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান।
