নাইক্ষ্যংছড়িতে  বিজিবির জনসচেতনতামূলক সভা এবং  মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে আর্থিক সহায়তা প্রদানসহ ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান 

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত এবং  মাইন বিস্ফোরণে আহত ৬ জনকে আর্থিক সহায়তা এবং ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জামছড়ি এলাকায় মাইন বিস্ফোরণ, অবৈধ সীমান্ত অতিক্রম, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাইন বিস্ফোরণে আহত ০৬ জনকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি ২০০ জনের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাদ্য বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

গতকাল  বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর তত্ত্বাবধানে অধীনস্থ জামছড়ি বিওপিতে মাইন বিস্ফোরণ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাম্প্রতিকালে মায়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৬ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি’র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সীমান্তবর্তী ২০০ জন প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান এবং খাদ্য বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাইন বিস্ফোরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিজিবি অধিনায়ক। এসময় উপস্থিত সকলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ অন্যান্য অফিসার, বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *