নইন আবু নাঈম তালুকদার, (বাগেরহাট) : পূর্ব সুন্দরবনের কোকিলমনি এলাকায় অবৈধভাবে কাঁকড়া ধরার সময় বনরক্ষীরা একটি নৌকা জব্দ করেছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে বনরক্ষীরা নৌকাটি আটক করলেও জেলেরা লাফিয়ে পড়ে সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে দুই ঝুড়ি জীবিত কাঁকড়া জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা ও কোকিলমনি টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথভাবে টহল দিচ্ছিলেন। এসময় কবরখালী সংলগ্ন খালে একটি জেলে নৌকা দেখে তারা এগিয়ে যান। উপস্থিতি টের পেয়ে জেলেরা দ্রুত নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বনরক্ষীরা নৌকাটি জব্দ করে এবং তল্লাশির মাধ্যমে আনুমানিক ৪৫ কেজি জীবিত কাঁকড়া উদ্ধার করেন। উল্লেখ্য, সুন্দরবনে বর্তমানে তিন মাসব্যাপী মাছ, কাঁকড়া ও অন্যান্য প্রাণী আহরণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার দাস বলেন,
“উদ্ধারকৃত কাঁকড়াগুলো বৃহস্পতিবার বিকেলে বন বিভাগের নির্দেশে ছোট আমবাড়িয়া খালে অবমুক্ত করা হয়েছে##